কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফাহাদ হোসেনকে ক্লাস রুমে শিক্ষক শাখাওয়াত হোসেন শাসন করায় শিক্ষার্থীর (ফাহাদের)অভিভাবক এসে প্রধান শিক্ষককে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৫মে) মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার ঐ প্রধান শিক্ষক।
সরজমিনে গিয়ে জানা যায় - গতকাল শনিবার ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় নবম শ্রেণির ফাহাদ হোসেন নামের এক ছাত্র উচ্চস্বরে কথা বলায় সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন তাকে (শিক্ষার্থীকে)শাসন করেন। বিষয়টি শিক্ষার্থীর বাবা খোরশেদ আলম অবগত হলে, বিকাল সাড়ে ৩টার দিকে বহিরাগত লোকজন এনে স্কুল অফিসে গিয়ে শিক্ষক শাখাওয়াত হোসেনকে না পেয়ে প্রধান শিক্ষক ইলিয়াস ভূঁইয়ার উপর হামলা করেন।
বিষয়টি জানাজানি হলে স্কুলের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে শিক্ষকের উপর হামলার বিচার দাবী করেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শিক্ষকেরা তাঁকে(প্রধান শিক্ষককে) উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি কাছ জানাতে চাইলে তিনি কুমিল্লার কাগজকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর পাঠানো হয়েছে এ ঘটনায় একজনকে আটক করছে থানা পুলিশ।
মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাসিম বিল্লাহ এর সাথে কথা বললে, তিনি জানান -আমি খবর পেয়ে, সাথে সাথে প্রধান শিক্ষককের সাথে কথা বলেছি। পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে সমন্বয় করে অপরাধীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।
সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন কুমিল্লার কাগজকে বলেন, ক্লাস চলাকালীন সময় নবম শ্রেণির ছাত্র ফাহাদ উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা করার কারণ আমি তাকে শাসন করি, তাকে জোরালো ভাবে বেত্রাঘাত করিনি। সে বাহিরে গিয়ে লোকজন নিয়ে এসে আমাকে আঘাত না করে প্রধান শিক্ষাক স্যারের গায়ে আঘাত করছে। হাবিব নামের ব্যক্তি খারাপ আচরণ ও স্যারের গায়ে আঘাত করে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর ঘটনার স্থলে গিয়ে ছাত্র ফাহাদ ও তার বাবা খোরশেদ আলম মিন্টুকে জিজ্ঞেসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছে। অভিযোগ ফেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।