কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার কর্মহীন অসহায় নারীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন "নাছির উদ্দিন ফাউন্ডেশন" এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০মে) সকাল ১১টায় লাকসামের জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসায় মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভার ৩০জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। তিনি বলেন, সমাজের অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে মনোহরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন নাছির উদ্দিন ফাউন্ডেশনের সেলাই মেশিন বিরতণ একটি মানবিক কাজ। এসময় তিনি সব ধরণের সামাজিক ও মানবিক কাজে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানান।
নাছির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নাছির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাছির উদ্দিন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক, মাওলানা মো.ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান জুয়েল, অর্থ পরিচালক মাওলানা মো.মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, মাইনুল হক মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, গত কয়েক বছর থেকে নাছির উদ্দিন ফাউন্ডেশন লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় অসহায় মানুষদের মাঝে শতাধিক ঘর নির্মাণ, সেলাই মেশিন বিতরণ, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার খরচ ও শিক্ষা সামগ্রী বিতরণ, ২৪এর মহামারী বন্যায় খাদ্য সামগ্রী, রমজানে ইফতার সামগ্রী, মসজিদ-মাদরাসা নির্মাণ ও সহযোগিতাসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো.নাছির উদ্দিন মজুমদার বলেন -আমরা সবাই মিলে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার মানুষদের নিয়ে সাম্যময় পরিবেশ তৈরি করতে চাই। সকলে মিলে ভালো থাকতে পারলেই আমাদের সংগঠনের স্বার্থকতা বলে মনে করেন তিনি।