রোববার ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২
কর্মহীন নারীদের মাঝে “নাছির উদ্দিন ফাউন্ডেশন” এর সেলাই মেশিন বিতরণ
মো. হুমায়ুন কবির মানিকঃ
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৫:১১ পিএম |

কর্মহীন নারীদের মাঝে “নাছির উদ্দিন ফাউন্ডেশন” এর সেলাই মেশিন বিতরণকুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার কর্মহীন অসহায় নারীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন "নাছির উদ্দিন ফাউন্ডেশন" এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০মে) সকাল ১১টায় লাকসামের জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসায় মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভার  ৩০জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। তিনি বলেন, সমাজের অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে মনোহরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন নাছির উদ্দিন ফাউন্ডেশনের সেলাই মেশিন বিরতণ একটি মানবিক কাজ। এসময় তিনি সব ধরণের সামাজিক ও মানবিক কাজে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানান।

নাছির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নাছির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাছির উদ্দিন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক, মাওলানা মো.ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান জুয়েল, অর্থ পরিচালক মাওলানা মো.মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, মাইনুল হক মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, গত কয়েক বছর থেকে নাছির উদ্দিন ফাউন্ডেশন লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় অসহায় মানুষদের মাঝে  শতাধিক ঘর নির্মাণ, সেলাই মেশিন বিতরণ, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার খরচ ও শিক্ষা সামগ্রী বিতরণ, ২৪এর মহামারী বন্যায় খাদ্য সামগ্রী, রমজানে ইফতার সামগ্রী, মসজিদ-মাদরাসা নির্মাণ ও সহযোগিতাসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো.নাছির উদ্দিন মজুমদার বলেন -আমরা সবাই মিলে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার মানুষদের নিয়ে সাম্যময় পরিবেশ তৈরি করতে চাই। সকলে মিলে ভালো থাকতে পারলেই আমাদের সংগঠনের স্বার্থকতা বলে মনে করেন তিনি।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ছাত্রকে শাসন করায় প্রধান শিক্ষককে মারধর
কর্মহীন নারীদের মাঝে “নাছির উদ্দিন ফাউন্ডেশন” এর সেলাই মেশিন বিতরণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ
কুমিল্লায় ৩দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন আজ
কুমিল্লায় আ’লীগ যুবলীগ, ছাত্রলীগের ৮জনসহ গ্রেপ্তার ১১
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ছাত্রকে শাসন করায় প্রধান শিক্ষককে মারধর
কুমিল্লায় আ’লীগ যুবলীগ, ছাত্রলীগের ৮জনসহ গ্রেপ্তার ১১
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ
আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
জাতীয় পর্যায়ে কুমিল্লায় উদযাপিত হবে কবি নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২