নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি রোববার নানা অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নিয়েছে।
এদিন সকালে জাতীয় কবির সমাধিতে বাংলা একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
পরে
বিকাল ৪ টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নজরুল বিষয়ক
সেমিনার অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক
অধ্যাপক মোহাম্মদ আজম।
নন্দনের ‘বাঁশরী ও তূর্য’ অথবা নজরুলের
সাহিত্য-চিন্তার কয়েক দিক শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন টাঙাইলের সরকারি
সা’দত কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জগলুল আসাদ।
আলোচক থাকবেন
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খন্ডকালীন শিক্ষক ও ‘বাঙ্গালা গবেষণার’ পরিচালক
আফজালুল বাসার। সভা প্রধানের দায়িত্ব পালন করবেন বাংলা একাডেমির সভাপতি
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এছাড়া সাংস্কৃতিক পর্বে রয়েছে নূর হোসেন রানার নির্দেশনা ও পরিচালনায় গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’।
কবিতা
আবৃত্তি শোনাবেন লিজা চৌধুরী ও শামীমা চৌধুরী। নজরুলগীতি পরিবেশন করবেন
সালাউদ্দিন আহমেদ, সুমন মজুমদার, আজগর আলীম, ফারাহ দিবা খান লাবণ্য।