প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১০:২৬ পিএম |

দীর্ঘদিনের খরা কাটিয়ে ট্রফি হাতে বাধভাঙা উল্লাসে মাতেন দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। শুক্রবার বিকেলে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মৌসুম শেষ করেনে শিরোপা জয়ের মধ্যদিয়ে। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪-২০২৫ মৌসুমের শেষ ম্যাচটি ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে মোহামেডানের ছিল একেবার নিয়ম রক্ষার ম্যাচ। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগে পঞ্চদশ রাউন্ডের পরই শিরোপা জয় নিশ্চিত করেছেন সাদাকালো জার্সিতে মোড়ানো ক্লাবটি।
কুমিল্লা ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মানেই গ্যালারি ভর্তি ফুলবল প্রেমিদের উল্লাস। খেলা শুরু কয়েক মিনিটের মাথায় গোল করে ব্রাদার্স ইউনিয়ন। পরবর্তীতের ম্যাচের ২৫ মিনিটের মাথায় মোহামেডান গোলে করে সমতায় ফিরেন। দুই দলের পাল্টাপাল্টি লড়াই ও গোল বিনিময়ে গ্যালারিজুড়ে মেতে উঠেন দর্শক সমর্থকরা। পুরো টাইম খেলা শেষে ৩-৩ গোলে ড্র করে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন।
এদিকে, ম্যাচের ৪৪ মিনিটের সময় দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়কও ছিলেন। ঘোষণা দেন অবসরের। পরে ম্যাচের বিরতিতে দুই দলের খেলোয়ার, সতীর্থ, কোচিং স্টাফ এবং ক্লাব নেতৃবৃন্দ ফুর ও ক্রাস্ট দিয়ে বিদায় জানান।
প্রায় দুই যুগ পর ঘরোয়া লিগ শিরোপা নিশ্চিত করার পর একটি ম্যাচও খেলেছে মোহামেডান। সে ম্যাচেই ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কিন্তু মোহামেডানের অনাগ্রহের কারণে তা পিছিয়ে আনা হয় কুমিল্লায়। যেটি তাদের পছন্দে মাঠ।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আলফাজ আহমেদ বলেন, দুই যুগ পর অবশেষে মোহামেডানের হাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা, এটা অত্যোন্ত আনন্দের। চ্যাম্পিয়ন হতে মৌসুমজুড়ে তার দল খেলোয়াড়রা দারুন খেলেছে। পনেরোতম রাউন্ডে শিরোপা নিশ্চিত হওয়ার পরই বাকী দুই ম্যাচে খেলোয়াড়রা খেলার ভিতরে ছিলেন না। একটু উদাসিন হয়ে পড়েন, যার কারণে আজকের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ৩-৩ গোলে ড্র করতে হয়েছে।
কোচ বলেন, কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম তাদের অন্যতম পছন্দের মাঠ। এ মাঠে তাদের সাফল্য ধরা দেয়। চ্যাম্পিয়ন দল হিসেবে আরও শক্তিশালি ক্লাব হিসেবে ফিরবে মোহামেডান আগামী মৌসুমে।