কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে ‘ম্যাথ ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
মো. হায়দার আলী’র নেতৃত্বে র্যালি ও কেক কাঁটার মাধ্যমে এই অনুষ্ঠানের
শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ,
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, রেজিস্ট্রার অধ্যাপক
ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর অধ্যাপক ড.
মোঃ আবদুল হাকিমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এই
অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং
২০২৩-২৪ বর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
প্রধান
অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, আমি বিদায়ীদের
উদ্দেশ্যে নয়, আমি ম্যাথ ফেস্টে এসেছি। সবার উদ্দেশ্যে আমার কথা বলার সুযোগ
হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের কথা শুনে মনে হলো তোমরা বেশ আবেগী। প্রতিটি
মানুষেরই আবেগ রয়েছে। এই আবেগকে সৎ পথে কাজে লাগিয়ে জীবনকে সঠিক জায়গায়
পৌঁছাতে হবে। তোমরা গণিতে অধ্যয়ন করেছো, তোমরা কম্পিউটার সায়েন্স,
পরিসংখ্যান, এআইসহ সবজায়গায় বিচরণ করতে পারবে।
গণিত বিভাগের বিভাগীয়
প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর প্রথমেই
ম্যাথ ফেস্টের আয়োজন করেছি। বছরের একটি দিন যাতে শিক্ষক-শিক্ষার্থীরা
একত্রে হয়ে আনন্দ করতে পারে তাই এই বর্ণাঢ্য আয়োজন।
তিনি আরও বলেন,
জীবনে অনেক বন্ধু-বান্ধব আসবে। তুমি কাকে বন্ধু বানাবে, কাকে বাদ দিবে সেটা
তোমাকে বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত নিতে হবে। বন্ধু নির্বাচনে ফেল মানে
তুমি ফেল। মা-বাবার সেবা করবে, আত্মীয়তার বন্ধন অটুট রাখবে। আর যখনই সুযোগ
পাবে দেশ-বিদেশ ভ্রমণ করবে তাহলে বাস্তব অনেক কিছু শিখতে পারবে।
এছাড়া, ম্যাথ ফেস্টের অংশ হিসেবে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।