শিক্ষার
মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি
এবং দশম শ্রেণির নতুন সিলেবাসে শিক্ষার্থীরা ২০২৬ইং সালে এসএসসি পরীক্ষায়
কাঙ্খিত সফলতা অর্জনের লক্ষে- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী
নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার
(২৪ মে) সকাল সাড়ে দশটায় বিদ্যালয় হলরুমে এ সমাবেশের অনুষ্ঠিত হয়।
এতে
প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া
জাহাঙ্গীর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সিনিয়র
শিক্ষক মোঃ লিয়াকত আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী
প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষার্থী অভিভাবক ডাঃ আমির হোসাইন,
ফরিদুর রহমান ভূইয়া, শাহিদা বেগম প্রমুখ। এতে স্থানীয় ফাতেমা রা. মহিলা
মাদরাসার মুহতামিম আব্দুল আহাদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া জাহাঙ্গীর
বলেন, শিক্ষার্থীদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং তাদেরকে
সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে
প্রচেষ্টা চালাতে হবে। সকলের অব্যাহত প্রচেষ্টা থাকলে দশম শ্রেণির নতুন
সিলেবাসে শিক্ষার্থীরা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় কাঙ্খিত সফলতা অর্জন করতে
সক্ষম হবে বলে আশা ব্যক্ত করে তিনি।