রোববার ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২
লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:৩৫ এএম |


কুমিল্লা জেলার দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা'র গভর্ণিং বডির সভাপতি হিসাবে কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন দায়িত্ব গ্রহণ করেছেন।বৃহস্পতিবার (২২মে) মাদরাসার নবগঠিত কমিটির সভাপতিসহ সকল সদস্যদের দায়িত্ব গ্রহণ করা হয়। এসময় মাদরাসার  নবগঠিত গভর্নিং বডির সকল সদস্য, অধ্যক্ষ ও সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 
মাদরাসা সূত্রে জানা যায়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমতিক্রমে রেজিস্ট্রার মো.আইয়ুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৭মে দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার গভর্নিং বডির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি পদে এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন ও বিদ্যোৎসাহী সদস্য পদে তন্ময় ইসলামকে মনোনীত করেছেন।
বৃহস্পতিবার নবগঠিত গভর্নিং কমিটির দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার গভর্ণিং বডির নব নিযুক্ত সভাপতি এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, সহ সভাপতি সোলায়মান মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য শহীদ কাউছার বাবলু,মাহবুব এলাহী রাজু,তন্ময় ইসলাম,অভিভাবক সদস্য অধ্যক্ষ আবু তাহের, মাওলানা জাহাঙ্গীর আলম আব্বাসী,সাইফ উদ্দিন খোকন, শিক্ষক প্রতিনিধি মোহাদ্দেস মাওলানা আবদুল হালিম,অধ্যাপক মোহাম্মদ হোসাইন, মো.আহসান উল্লাহ,চিকিৎক প্রতিনিধি ডাক্তার কবির হোসেন প্রমুখ।
দায়িত্ব গ্রহন করে দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার গভর্নিং বডির নব নিযুক্ত সভাপতি এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন-দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা বাংলাদেশের খ্যাতিমান ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাদরাসাটি থেকে পড়ালেখা শেষে হাজার হাজার শিক্ষার্থী দেশ বিদেশে সরকারি -বেসরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সু-নামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।আমরা পড়া-লেখার সেই ঐতিহ্যে ফিরে আসতে চাই। 
তিনি বলেন -শিক্ষকদের আজ থেকে কাজই হবে পড়া লেখার সুষ্ঠু পরিবেশ তৈরি করা।ছাত্রদের পড়ালেখামুখী করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। 
পরে তিনি নবগঠিত গভর্নিং বডির সকল সদস্য ও শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।













সর্বশেষ সংবাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ
কুমিল্লায় ৩দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন আজ
কুমিল্লায় আ’লীগ যুবলীগ, ছাত্রলীগের ৮জনসহ গ্রেপ্তার ১১
কুমিল্লায় ৯ তলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
বাংলা একাডেমি ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আ’লীগ যুবলীগ, ছাত্রলীগের ৮জনসহ গ্রেপ্তার ১১
আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ
জাতীয় পর্যায়ে কুমিল্লায় উদযাপিত হবে কবি নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী
পলাতক বাহার কন্যা সোনালী শারজায়, যাচ্ছেন সূচিও
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২