কুবি
প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা
নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন
শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ মে) শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি
উপাচার্যের দপ্তরে জমা দেওয়া হয়। এসময় বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষার্থী
উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ক্যাম্পাসে প্রতিদিন গড়ে
৪-৫ বার বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এ
পরিস্থিতিতে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। একটি পাবলিক
বিশ্ববিদ্যালয়ে এমন ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাট কখনোই কাম্য নয়। ক্লাস,
পরীক্ষা কিংবা ল্যাবের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীদের মানসিক চাপ
বাড়ছে এবং শিক্ষার মানও নষ্ট হচ্ছে।
স্মারকলিপিতে তাঁরা আরও উল্লেখ
করেন, এই সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকর
পদক্ষেপ নিতে হবে। তারা ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত
করতে জরুরি আলোচনার আহ্বান জানান।