রোববার ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২
মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির হোসেন সরকার
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:৩৫ এএম |


দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হয়েছেন ব্যবসাীয়, সমাজ সেবক ও রংধনু মিডিয়া এ্যাড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন সরকার।
যোগ্য প্রার্থী হওয়ায় কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাঁকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন। ইতিপূর্বে তিনি ২ মেয়াদে সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। মোঃ মনির হোসেন সরকার স্কুলের (এডহক) সভপতি নির্বাচিত হওয়াতে এলাকার বিভিন্ন শ্রেণীর লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নান্নু মিয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন খাঁন ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ কবির হোসেন নির্বাচিত হয়েছেন। ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মনির হোসেন সরকার বলেন, ১৯৯২ সালে উপজেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবে আমিসহ আমার নিজ গ্রাম ও আশেপাশের গ্রামের মুরুব্বিগণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ভালবেসে তাহার স্মৃতিকে ধরে রাখতে নিঃস্বার্থে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি দেবিদ্বার উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বলেন এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও জানান, বিগত ১৬ বছর পতিত স্বৈরাশাসকের রোষনালে পরে স্কুলটি শুধু শহীদ জিয়ার নামের কারণে বিদ্যালয়টির নূন্যতম অবকাঠামো উন্নয়ন হয় নাই। আমি এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ অবকাঠামো উন্নয়নে এলাকাবাসীর ও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। 













সর্বশেষ সংবাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ
কুমিল্লায় ৩দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন আজ
কুমিল্লায় আ’লীগ যুবলীগ, ছাত্রলীগের ৮জনসহ গ্রেপ্তার ১১
কুমিল্লায় ৯ তলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
বাংলা একাডেমি ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আ’লীগ যুবলীগ, ছাত্রলীগের ৮জনসহ গ্রেপ্তার ১১
আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ
জাতীয় পর্যায়ে কুমিল্লায় উদযাপিত হবে কবি নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী
পলাতক বাহার কন্যা সোনালী শারজায়, যাচ্ছেন সূচিও
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২