স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ
সিতোরিউ কারাতে-দো ইউনিয়ন থেকে নিবন্ধিত হয়েছে কুমিল্লার এলিট কারাতে
পয়েন্ট। এর মাধ্যমে কুমিল্লায় একটি পূর্ণাঙ্গ কারাতে সংগঠনের স্বীকৃতি পেল
এলিট কারাতে পয়েন্ট।
গত ১১ মে চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান খন্দকার ও
জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ফজলে রাব্বীর হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ
সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ।
সংগঠনটি কুমিল্লা
স্টেডিয়ামের লং টেনিস মাঠে প্রশিক্ষণের পাশাপাশি ইবনে তাইমিয়া স্কুল এন্ড
কলেজে নিয়মিত কারাতে প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে স্বল্প মেয়াদের আত্মরক্ষামূলক কর্মশালা পরিচালনা করে আসছে।
এলিট
কারাতে পয়েন্ট একজন সফল কারাতেকা তৈরিতে সর্বোচ্চ ভূমিকা রেখে আসছে এবং
আগামীতেও তা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। সংগঠনটির যুগ্ম
সাধারণ সম্পাদক সুফি শরফুদ্দিন চৌধুরী আমাদের বলেন- সততা, নিষ্ঠা ও সামাজিক
দায়বদ্ধতা থেকে যদি কারাতে প্রশিক্ষণ পরিচালনা করা হয় তাহলে এ অঞ্চলের
তরুন প্রজন্ম উপকৃত হবে এবং কুমিল্লার ক্রীড়াঙ্গনে কারাতে জনপ্রিয় হয়ে
উঠবে।