প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর ন্যাশনাল রাউন্ড এর আজকে কুমিল্লা মডার্ন হাই স্কুল ও সৈয়দ হাতিম আলী হাই স্কুল সিলেট এর মধ্যখেলায় কুমিল্লা মডার্ন হাই স্কুল ৫ উইকেটে জয় লাভ করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সৈয়দ হাতিম আলী হাই স্কুল সিলেট প্রথমে ব্যাটিং করে ২৩ ওভারে ১৬২ রান করে। জবাবে কুমিল্লা মডার্ন হাই স্কুল ২ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে রানটি করতে সক্ষম হয়। দলের পক্ষে আফনান ইন্তেহাদ ৬২(৪০) সর্বোচ্চ রান করে। আগামী ২৫/০৫/২৫ তারিখ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে খেলাটি ঢাকা পিকেএসপি গ্রাউন্ড ২ এ অনুষ্ঠিত হচ্ছে। ব্যাপকতা বা ম্যাচ সংখ্যার বিচারে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন হিসেবে খ্যাত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৪-২৫ দশম আসরে জেলা পর্যায়ে পুরো বাংলাদেশ থেকে অংশ নিয়েছে ৩৫১টি দল।