অফ স্টাম্পের বাইরে ফুল টস ডেলিভারি উড়িয়ে মারলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু টাইমিং হলো না ঠিকঠাক। ধরা পড়ে গেলেন লং অফ সীমানায়। ধীর পায়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরলেন বাঁহাতি ওপেনার। কিন্তু মাঠের বড় পর্দায় রিপ্লে ভেসে উঠতেই দাঁড়িয়ে গেলেন তিনি। বোলার মাতিউল্লাহ খান যে নো বল করেছেন!
জীবন পেয়ে আর ভুল করেননি পারভেজ। একটু পরই তিন অঙ্কের জাদুকরি স্পর্শ পেয়ে যান ৫৩ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর বয়সী ওপেনারের প্রথম সেঞ্চুরিতে অবসান হলো বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক অপেক্ষাও!
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি উপহার দিলেন পারভেজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্রেফ দ্বিতীয় সেঞ্চুরি এটি। ভারতে ২০১৬ বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল।
পারভেজ আউট হয়েছেন ঠিক ১০০ রানেই। রানের রেকর্ডে তাই তামিমকেছাড়িয়ে যাওয়া হয়নি। তবে একটি জায়গায় ছাড়িয়ে গেছেন বাংলাদেশের সবাইকে। ৫ চারের সঙ্গে তিনি ছক্কা মেরেছেন ৯টি।
এই সংস্করণে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই।
আরেকটি কীর্তিতে তামিমের সেঞ্চুরিও ছাপিয়ে গেছেন তিনি। শতকছোঁয়া ইনিংসে ৬০ বলে মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম। তার চেয়ে ৭ বল কম খেলে এখন দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান পারভেজ।
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড পারভেজের। ২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন বাঁহাতি ওপেনার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম পঞ্চাশছোঁয়া ইনিংসটিকেই তিন অঙ্কে রূপ দিলেন পারভেজ। এর আগে তার সর্বোচ্চ ছিল ঠিক আগের ম্যাচেই ২১ বলে ৩৯ রান। সেঞ্চুরি ছুঁয়ে পরের বলেই অবশ্য বোল্ড হয়ে যান তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে প্রথম স্ট্রাইক পান পারভেজ। মাতিউল্লাহর প্রথম ডেলিভারিটিই ছিল 'নো' বল। তবে ফ্রি-হিট সেভাবে কাজে লাগাতে পারেননি বাঁহাতি ওপেনার, শুধু এক রান নিয়ে রানের খাতা খোলেন তিনি।
পরের ওভারে ধ্রুব পারাশারের বলে প্যাডেল সুইপ করে মারেন বাউন্ডারি। এক বল পর লং অন দিয়ে ওড়ান নিজের ৯ ছক্কার প্রথমটি। পরে মাতিউল্লাহর ওভারেও চারের পর ছক্কা মারেন তিনি।
অষ্টম ওভারে সাঞ্চিত শার্মা আক্রমণে আসতেই যেন চোখ চকচক করে ওঠে পারভেজের। মিডিয়াম পেসারের চার বলের মধ্যে তিনটি ছক্কা মারেন তিনি। প্রথম দুটি লং অন দিয়ে। আর শেষটি তিনি ওড়ান সোজা বোলারের মাথার ওপর দিয়ে।
পরে সোজা বাউন্ডারি মেরে মাত্র ২৮ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ করেন প্রথম ফিফটি। এরপর অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় তেমন স্ট্রাইক পাচ্ছিলেন না তিনি।
১৩তম ওভারে লেগ স্পিনার মোহাম্মদ জোহাইবের বল ছক্কায় উড়িয়ে ২৭ বলের বাউন্ডারি খরা দূর করেন পারভেজ। পরের দুই ওভারে আরও দুটি ছক্কা মেরে ভেঙে দেন রেকর্ড।
গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ বলে ৫৩ রান করার পথে ৭টি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন রিশাদ হোসেন।
এরপর অভিষিক্ত মাতিউল্লাহর সেই ওভার। ‘নো’ বলে রক্ষা পেয়ে ফ্রি হিটে চার মেরে ওই ওভারেই নব্বইয়ে পৌঁছান পারভেজ। এরপর দেখেশুনে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন। জাওয়াদউল্লাহর বলে বোল্ড হয়ে শেষ ওভারে ড্রেসিং রুমে ফেরেন তিনি।
ইনিংস বিরতিতে টিভি সাক্ষাৎকারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান পারভেজ।
"আন্তর্জাতিক ক্রিকেটে এটি আমার প্রথম সেঞ্চুরি। তাই আমি খুব খুশি। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখে সুযোগ দিয়েছে। আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি।"
"অনেক বাংলাদেশি মাঠে এসে আমাদের সমর্থন দিয়েছে। ব্যাটিংয়ের সময় তারা 'ইমন... ইমন' চিৎকার করেছেস, আমার জন্য যা প্রেরণাদায়ী ছিল। তাদেরকে ধন্যবাদ।"
পারভেজের সেঞ্চুরি ছাড়া বাংলাদেশের আর কেউ ২০ রানও করতে পারেননি। স্বাগতিকদের এলোমেলো বোলিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে 'অতিরিক্ত' থেকে। তাওহিদ হৃদয় করেন ২০ রান। সব মিলিয়ে ৭ উইকেটে ১৯১ রানে থামে বাংলাদেশের ইনিংস।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার জাওয়াদউল্লাহ।
বাংলাদেশের ইনিংসে ছক্কা ছিল ১৩টি। এক ইনিংসে যা তাদের দলীয় রেকর্ড। আগের সর্বোচ্চ ১২ ছক্কা ছিল দুই ম্যাচে।