কুমিল্লায় সরকারি শিশু পরিবারের মেয়েদের জন্য 'সেল্ফ ডিফেন্স কর্মশালা' সম্পন্ন হয়েছে।
১৬ মে শুক্রবার সংরাইশের পরিবার প্রাঙ্গণে আয়োজিত এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে এলিট কারাতে পয়েন্ট।
উপজেলা
সমাজসেবা অফিসার মোঃ আরিফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ও ডেপুটি
সুপারিন্টেন্ডেন্ট শরফুন্নাহার মনি’র সমন্বয়ে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন
মোঃ নাজমুল হাসান খন্দকার ও মোহাম্মদ ফজলে রাব্বী।
কর্মশালায় উপস্থিত
থেকে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট শরফুন্নাহার মনি বলেন- আমাদের মেয়েদের
আত্মরক্ষা, সুস্থতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে কারাতে অনেকটাই ভূমিকা রাখতে
সক্ষম, এটি একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া। বর্তমানে দেশ ও দেশের বাহিরে
আমাদের ছেলে মেয়েরা কারাতে প্রতিযোগিতায় সাফল্যের প্রমাণ রেখে আসছে, তাই
আগামীতে কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আমরা এলিট কারাতে পয়েন্টের সাথে
একাগ্রতা প্রকাশ করে পথ চলতে আগ্রহী।
প্রেস বিজ্ঞপ্তি।