রোববার ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২
লাকসামে যাত্রীবাহী বাস উল্টে নিহত১
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৫.২০২৫ ২:৩৫ এএম |


 লাকসামে যাত্রীবাহী বাস  উল্টে নিহত১লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত ও ৭ যাত্রী আহত হয়েছেন। 
বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৪টায় লাকসাম উপজেলার ভৈষকোপালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্টো-ব-১৩-০১০৭) ভৈষকোপালিয়া মোড়ে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নিচু জমিতে পড়ে উল্টে যায়। এ সময় বাসের গতি ৯০ কিলোমিটারের উপরে ছিল। 
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করি। এ সময় আহত ৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, হাসপাতালে নেয়ার পর আবদুস ছালাম (৬৫) নামে এক যাত্রী মৃত্যুবরণ করেন। তিনি নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়ন দেওভান্ডার গ্রামের বাসিন্দা।
দেওভান্ডার গ্রামের ডাক্তার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত আবদুস ছালাম সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত ওসি উপ-পরিদর্শক মোঃ শাহজাহান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে, কেউ নিহত হয়নি।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে












সর্বশেষ সংবাদ
সীমান্তে সর্তক বিজিবি
বুড়িচংয়ে ময়নামতিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে আইদি পরিবহন
পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং- বি,৯৩৮) এর উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান ও চিকিৎসা ভাতা প্রদান
সিলভার ফাতেমা প্যালেসের ২য় বর্ষপূর্তি, আনুষ্ঠানিক হস্তান্তর এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সড়কে পড়েছিল ‘৪৫ লাখ’ টাকা
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়
‘নির্বাচনের পূর্বেই কুমিল্লা নামে বিভাগ হবে’
কুমিল্লায় ভিভো মোবাইল কোম্পানিতে বিনিয়োগকৃত প্রায় ৩ কোটি টাকা ফেরতের দাবিতে সাংবাদিক সম্মেলন
দাউদকান্দিতে সালিশ বৈঠক শেষে ছুরিকাঘাতে যুবক খুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২