উপমহাদেশের
প্রথম মুসলিম মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবন ও জনহিতকর কর্ম
সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে লাকসাম
উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়
বিতর্ক প্রতিযোগিতার এই প্রশংসনীয় উদ্যোগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
বিতর্কিতদের মাঝে ব্যাপক উ্যসহ উদ্দীপনা সঞ্চার করছে।
এই বিতর্ক প্রতিযোগিতায় লাকসামের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
বিতর্ক
প্রতিযোগিতার বিষয় ও কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করতে গত ১১ মে ২০২৫
বিএন্ডএফ হাই স্কুল মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের সাথে অনুষ্ঠিত উক্ত আলোচনা ও
মতবিনিময়ের মাধ্যমে নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এই বিতর্ক
প্রতিযোগিতার কল্প পরিকল্পনা ও রুপরেখা তুলে ধরেন।
উল্লেখ্য, উপমহাদেশে প্রথম মুসলিম মহিল নবাব ফয়জুন্নেছা চৌধুরানী।
তিনিনারী শিক্ষার অগ্রদূত। কারণ বেগম রোকেয়ার জন্মের ৭বছর পূর্বে তিনি কুমিল্লায় গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন।
তার জমিদারীর ১৪ টি মৌজায় স্থাপন করেছেন প্রথমিক বিদ্যালয়, মক্তব, মাদরাসা ও বালিকা বিদ্যালয়।
কুমিল্লা
ভিক্টোরিয়া কলেজ সহ দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় রয়েছে এই
মহীয়সী নারীর অবদান।ভারতের নদীয়া জেলায় কৃষ্ণনগরে তিনি প্রতিষ্ঠা করন
বালিকা বিদ্যালয়। পবিত্র হজ্জব্রত পালন করতে গিয়ে মক্কা শরীফে প্রতিষ্ঠা
করেন মুসাফির খানা।
রক্ষণশীল ও ধার্মিক হওয়ার কারণে মিডিয়ায় এতোদিন নবাব
ফয়জুন্নেছা নারী শিক্ষার অবদানের বিষয়টি যথাযথভাবে উপস্থাপিত হয়নি। ফলে
নতুন প্রজন্মের কাছে এই মহীয়সী নারীর অবদান কথা অজানাই রয়ে গেছে।