গতকাল
শনিবার ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লার কার্ডিওলজী বিভাগের উদ্যোগে বেলা
১২ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে এক র্যালীর আয়োজন করা হয়। পরবর্তীতে কলেজের ১নং
গ্যালারীতে “ডড়ৎষফ ঐুঢ়বৎঃবহংরড়হ উধু, ২০২৫” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত
হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ইস্টার্ন মেডিকেল কলেজ এর অধ্যক্ষ
(ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি ছিলেন
কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও ইস্টার্ন মেডিকেল কলেজ ও
হাসপাতালের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি
ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজের সাবেক পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডাঃ মোঃ
খোরশেদ আলম, কার্ডিওলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোবারক হোসেন ও ডাঃ
মোহাম্মদ রাশেদুল ইসলাম। উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের
শিক্ষক, চিকিৎসক, রেজিষ্ট্রার, সহকারী রেজিষ্ট্রার, আইএমও, ইএমও ও ইন্টার্ন
ডাক্তারবৃন্দ।