মঙ্গলবার ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২
লালমাইয়ে দক্ষ জনশক্তি গড়ি, অর্থনৈতিক সমৃদ্ধি করি” সেমিনার অনুষ্ঠিত
প্রদীপ মজুমদার
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১:০৯ এএম |


কুমিল্লার লালমাই উপজেলার নিবেদন কমপ্লেক্স (নিক) এর আয়োজনে দক্ষ জনশক্তি গড়ি, অর্থনৈতিক সমৃদ্ধি করি এই প্রতিপাদ্যে শনিবার ১০ মে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রীণ ভ্যালি কমিউনিটি সেন্টারে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পরে নিবেদন কমপ্লেক্স (নিক) এর টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের উদ্বোধন, নিক আবাসিক ও প্রশিক্ষণ বহুতল ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন, শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, একটি গৃহহীন পরিবাবের জন্য গৃহনির্মাণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিশ্বায়নের এই যুগে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হলো জনশক্তি, দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলা। সুন্দর আগামীর প্রত্যাশায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে যুবকদের প্রশিক্ষণের  কাজ করে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান নিবেদন কমপ্লেক্স( নিক)। 
নিবেদন কমপ্লেক্স (নিক) সভাপতি আনিসুর রহমান আখন্দের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরআই এর কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা: পিডিজি এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বার্ডের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. অধ্যাপক জাহাঙ্গীর আলম মজুমদার, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৃপ্তীষ ঘোষ। বক্তব্য রাখেন হলুদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আবু তাহের রণি। উপস্থিত ছিলেন হলুদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. মুহাম্মদ শাহজাহান মজুমদার প্রমুখ। 
নিট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট(এনটিটিআই) উপজেলার বাংলা বাজারে উদ্বোধনকালে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই এলাকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। আমার শেষ বয়সে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। পূর্বে বিদ্যুতায়ন, শিক্ষা প্রতিষ্ঠান গড়া, বনায়ন নিয়ে কাজ করেছি। আমরা এখন কয়েকটি ট্রেড চালু করেছি, পর্যায়ক্রমে আরও ট্রেড চালু হবে। ভবিষ্যতে গড়ে উঠবে নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ এর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা।
‘ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্চিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ’
কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
কুমিল্লা সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’
‘ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্চিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ’
কুমিল্লায় আজ উৎসবে মাতবেন দুই সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী
কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
কুমিল্লা সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২