জন্ম নিবন্ধন বিষয়ে
মানুষের আগ্রহ থাকলে মৃত্যুর তথ্য নিবন্ধন করা হয় খুব কম। কুমিল্লা নগরীর
আশ্রাফপুরে মৃত্যুর দুই ঘণ্টায় মৃত্যু নিবন্ধন করেছেন নিহত ব্যক্তির স্বজন।
সনাতন ধর্মালম্বী এ ব্যক্তির দেহ দাহ করতে দ্রুত এ নিবন্ধন করছেন তারা।
পারিবারিক
সূত্রমতে, গত ৯ মে দুপুর ১টা২০ মিনিটে মারা যান লক্ষণ চন্দ্র দাস। ৩টা৩০
মিনেটের মধ্যে তার মৃত্যু সনদ প্রদান করে স্থানীয় কাউন্সিলর সচিব।
নিহত
লক্ষণ চন্দের জামাতা লিংকন চন্দ্র সরকার জানান, বাবা নগরীর মধ্যম আশ্রাফপুর
মডার্ণ হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। প্রায় ৬ মাস তিনি ক্যান্সারে
আক্রান্ত ছিলেন। মৃত্যু সনদের জন্য ২১নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে যাই। তারা
সাথেসাথে কাজটি করে দিয়েছি। আবেদনও ফ্রি করে দিয়েছে। মৃত্যু সনদ না প্রদান
করলে লাশটি দাহ করা যায় না।
কুমিল্লা সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ডের
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী কাজী মাকসুদুর রহমান ও ওয়ার্ডের সচিব
মোঃ কাউছার জানান, ব্যক্তিটি ক্যান্সারে আক্রান্ত মৃত্যু বরণ করেন।
তাৎক্ষনিক মৃত্যু সনদ না প্রদান করলে লাশটি দাহ করা যায় না। সার্ভার দ্রুত
ছিলো। তাই আমরা সাথেসাথে সেবা দিতে পেরেছি।