কুমিল্লার হোমনার ছয়ফুল্লাকান্দিতে মুন্সি পলাশ নামে এক যুবককে একাধিকবার কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় হোমনা থানায় মামলা হয়েছে।
মামলায়
অভিযুক্ত বিবাদীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
করেছে গ্রামবাসি। মুন্সি পলাশ মুন্সির হাট বাজারের প্রতিষ্ঠাতা মৃত মোঃ
আব্দুল মতিন মুন্সির ছেলে।
শনিবার বিকালে উপজেলার ছিনাইয়া মোড়ে ছয়ফুল্লাকান্দি গ্রামবাসীর আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ
সভায় বক্তব্য রাখেন, হোমনা উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম-ক্রিড়া সম্পাদক
মোঃ হাসান আলী হাসু, মাথাভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শাহ আলী
মুন্সি, সিনাইয়া বাজারের ব্যবসায়ী মোঃ মাসুদ পারভেজ, ছয়ফুল্লাকান্দি সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা আক্তার, মুন্সি পলাশের বোন
মুন্সি মাহমুদা মিতা ও পলাশের স্ত্রী সাবিহা জান্নাত শিফা।
উল্লেখ্য, গত
৫মে রাতে দুর্বৃত্তরা মুন্সি পলাশকে পরিকল্পিতভাবে হামলা করে এলোপাতারী
কুপিয়ে হাত-পা কেটে হত্যার চেষ্ঠা করে। এ ঘটনায় পলাশের মা সালমা আক্তান
বাদী হয়ে হোমনা থানায় মামলা দায়ের করেন। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।
এ
বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (আই.ও) হোমনা থানার এসআই মীর হোসেন বলেন,
অভিযোগের আলোকে মামলা নেয়া হয়েছে। তদন্ত কার্যক্রম ও আসামীদের গ্রেফতারে
আমারা চেষ্টা চালিয়ে যাচ্ছি।