শনিবার ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২
প্রথমবার এশিয়ান ফুটসাল খেলবে বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:০৩ এএম আপডেট: ১০.০৫.২০২৫ ১:০১ এএম |





 প্রথমবার এশিয়ান ফুটসাল খেলবে বাংলাদেশ

ছোট পরিসরের ফুটবল ফুটসাল। কর্মব্যস্ত দিনের পর সন্ধ্যায় আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবারে ফুটসাল বেশ জনপ্রিয়। ফিফা ও এএফসি'র ফুটসাল টুর্নামেন্টও রয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান ফুটসালে অংশ নিলেও পুরুষ ফুটবল দল কখনো নেয়নি। আজ বাফুফের নির্বাহী সভায় এশিয়ান ফুটসালের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।
আগামী বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান ফুটসাল টুর্নামেন্ট। স্বাগতিক ইন্দোনেশিয়া ছাড়া বাকি ১৫ দেশ বাছাই খেলে আসতে হবে। চলতি বছর সেপ্টেম্বরে এশিয়ান ফুটসালের বাছাই হবে। সেই বাছাইয়ের ভেন্যু ও ফরম্যাট এখনো ঠিক হয়নি। তবে বাংলাদেশ এই টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি শুরু করতে চায়।
আজ সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, 'আমরা কখনো ফুটসাল খেলিনি। শুরু করতে চাই। আজকের সভায় সেটার অনুমতি এসেছে। ফুটসাল কমিটি একটি টুর্নামেন্ট করবে। সেখানে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করবে। সেখান থেকেই একটি দল গঠন হবে।'
ফুটসাল কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ইমরানুর রহমানকে। কর্পোরেট ও ছোট পরিসরের এই ফুটবল নিয়ে তার অনেক আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে।
ঘরোয়া ফুটবল ও ফেডারেশনের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেগুলো ছাপিয়ে শুধু ফুটসাল নিয়ে সভা। এতে ফেডারেশনের অনেক কর্মকর্তা নাখোশ ছিলেন। সাধারণ সভার অন্যতম প্রথা বিগত সভার কার্য বিবরণী অনুমোদন। আজকের সভার আলোচ্যসূচিতে সেটাও ছিল না। আলোচ্যসূচি ও সভাস্থল এই দুইয়ের প্রতিবাদে নির্বাহী কমিটির সক্রিয় একজন সদস্য প্রতিবাদস্বরুপ আজকের সভায় উপস্থিত হননি। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার অবশ্য সভার শুরুতে আজকের সভাটি জরুরি হিসেবে গণ্য করার প্রস্তাব দিলে সেটা সভাপতি সমর্থন দেন।
বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পর ঘরোয়া ফুটবলের শীর্ষ পর্যায়ের খেলা দেখতে এখনো মাঠে যাননি তাবিথ আউয়াল। অথচ ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে হওয়া ইন্টার সিটি স্কুল টুর্নামেন্টে দুই দিন তিনি খেলা দেখতে গেছেন। আজ এই টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষ্যেই ফর্টিজ জলসিড়িতে সভার ভেন্যু নির্ধারণ হয়েছে। সভা শেষে জলসিড়ির মাঠে বাফুফে কর্মকর্তারা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
অনূর্ধ্ব-১৪ বিভাগে স্কলাশটিকা মিরপুর ৩-০ গোলে স্যার জন উইলসন স্কুলকে হারিয়ে শিরোপা জিতেছে। অনূর্ধ্ব-১২ বিভাগে আবার স্যার জন উইলসন স্কুল ৩-১ গোলে স্কলাশটিকা মিরপুরকে হারিয়ে ট্রফি পেয়েছে।














সর্বশেষ সংবাদ
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুলপরিমাণ মাদকসহ আটক ৪
মহানগর আ.লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমসহ গ্রেপ্তার ৫
দেবিদ্বারে রুবেল হত্যা মামলা আসামী কাউছার গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২