জাতীয়
নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহানকে জড়িয়ে যে
সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে দলটির নেতা-কর্মীরা।
গেলো
সোমবার কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা ও পরবর্তীতে জাতীয়
দৈনিক যুগান্তরে প্রকাশিত হয় এনসিপি নেত্রী হাফসা জাহানের বিরুদ্ধে মামলা
বানিজ্যর অভিযোগ। সংবাদটি প্রকাশ হওয়া পর সংগঠনটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানানো হয়।
এদিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিষয়ে কথা বলেছেন
এনসিপি নেত্রী হাফসা জাহান। তিনি জানান, তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা
হয়েছে তা উদ্দেশ্য প্রনোদিত। তিনি মামলা বানিজ্য জড়িয়েছেন এমন কোন তথ্য
প্রমান কেউ উপস্থাপন করতে পারেন নি। মনগড়া তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা
হয়। প্রকাশিত সংবাদে একটি মামলার বাদি ইনজামামুল হক রানার বক্তব্য ছাপা হয়।
তবে রানা এসব তথ্য অস্বীকার করেছেন। এই কথোপকথনের রেকর্ড রয়েছে। যেখানে
মামলার বাদী ইনজামামুল হক রানা বলেন, তিনি প্রকাশিত সংবাদে এমন কোন মন্তব্য
করেননি।
হাফসা জাহান জানান, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক সাংসদ
বাহার, তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচী ও তার স্বামী সাইফুল আলম রনি
নানাভাবে ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য দিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন। তা
সম্পূর্ণ উদ্ধেশ্য প্রনোদিত ও বানোয়াট। ভবিষ্যতে কেউ যদি তথ্য উপাত্ত ছাড়া
এমন মনগড়া সংবাদ প্রকাশ করে তাহলে তাদের বিরুদ্ধে আইননগত ব্যবস্থা নেয়া
হবে।