বিএনপির
৩১ দফার বাস্তবায়নে দেশের সংস্কার ও উন্নয়ন হবে বলে মন্তব্য করে কুমিল্লার
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি জাকারিয়া তাহের বলেছেন, আ’লীগ
আমাদের অনেক নেতাকে গুম করেছে, হত্যা করেছে। হামলা-মামলা করে জেলে নিয়েছে।
আপনাদের নেতা কামরুল হুদা প্রায় এক বছর জেলে ছিল। এ রকম অনেক ত্যাগী নেতা
শত চেষ্টা করেছে, যেন দলকে ভাঙতে না পারে। আল্লাহর অনেক দয়ায় এবং
মুরব্বীদের দোয়ায় আ’লীগ বিএনপির কোন ক্ষতি করতে পারে নাই। আমাদের দল কি
ভাঙছে? আমাদের দলের কেউ কি অন্য দলে গেছে? আপনারা আছেন না। আমাদের নেত্রীর
মত আর কোন নেত্রী আছে? যদি তুলনা করেন শেখ হাসিনা আর খালেদা জিয়ার একটা হল
আসমান আর একটা হল পাতাল। কোন দিন কি দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের ছেড়ে
গেছে। যত রকমের অত্যাচার অবিচার ওনার প্রতি হয়েছে। ওনাকে একটা মিথ্যা
মামলায় দশ বছর জেল দিয়ে ঢাকার একটা পরিত্যক্ত জেলে রাখা হয়েছে। শেখ হাসিনা
ওনাকে সর্ব প্রকার চেষ্টা করেছে যেন ওনি মারা যায়। রাখে আল্লাহ মারে কে।
আল্লাহ ওনাকে জীবিত রাখছে আজকের দিন দেখার জন্য, বিএনপিকে আগামীতে যেন
সরকারে দেখে যায় সেই দিনটা দেখার জন্য। আগামী ৫ মে দেশে আসবেন, ইনশাআল্লাহ।
তিনি আপনাদের ছাড়া বিদেশে থাকতে চায় না। তিনি সব সময় বলেছেন- আমার সব এই
দেশে, বাহিরে আমার কিছুই নেই। আর আরেক নেত্রী কিছু হলেই বিদেশে চলে যায়। ৫
আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে আ’লীগ দেশ ছেড়ে পালিয়েছে। পক্ষান্তরে,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কার ও উন্নয়নে ৩১
দফা দিয়েছেন। এ ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সংস্কার ও উন্নয়ন সফল হবে। তিনি
শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকছি সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরআগে তিনি জগন্নাথ ইউনিয়নের সোনাপুর,
পৌরসভার শ্রীপুর, রামরায়গ্রাম, চিওড়া ইউনিয়নে পৃথক সম্মেলনেও বক্তব্য
রাখেন।
পৃথক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য
সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক মোস্তফা
জামান, মোঃ কামরুল হুদা, অধ্যাপক সরওয়ার জাহান দোলন, নজরুল হক ভূঁইয়া
স্বপন, সদস্য হাজী তাজুল ইসলাম, এডভোকেট আ হ ম তাইফুল আলম, তরিক আহমেদ
ভূঁইয়া সুজন, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সিনিয়র
যুগ্ম আহবায়ক ডাঃ গোলাম কাদের চৌধুরী নোভেল, যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান
মজুমদার, আ ন ম সলিমুল্লাহ টিপু, শাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, সাজেদুর
রহমান মোল্লা হিরণ, নুরুন্নবী পাটোয়ারী নুরু, রিয়াজ উদ্দিন মেম্বার, মোঃ
গিয়াস উদ্দিন, মীর আবদুর রহমান আলমগীর, মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, পৌর
বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, সিনিয়র
যুগ্ম আহবায়ক হারুনুর অর রশিদ মজুমদার, কাজী রাকিবুল আহসান মহব্বত, মোঃ
আক্তার হোসেন, গাজী শহিদুর রহমান, আমিনুল ইসলাম ছুট্টু, মাইনুল আহসান
মাসুদ, ফরিদ আহমেদ শাহীন, হাসান শাহরিয়ার খাঁ, উপজেলা বিএনপির সদস্য এনামুল
হক ছুট্টু, কাজী শাহীন রেজা, মোঃ শাহ আলম, জাকারিয়া চৌধুরী যুবরাজ, মোঃ
ইসমাঈল হোসেন, মাওলানা জিয়াউর রহমান জেবু, মোঃ সোলাইমান চৌধুরী, ডাঃ আনোয়ার
হোসেন, খন্দকার আল আমিন খোকন, মোঃ আবদুর রাজ্জাক রাশেদ, ডাঃ মাইনুদ্দিন
আহম্মেদ মজুমদার, পৌর বিএনপির সদস্য দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, ইলিয়াছ
পাটোয়ারী, মোহাম্মদ আলী পাটোয়ারী, আবদুল মন্নান বেপারী, কাজী শাহ আলম,
বেলাল হোসেন, এডভোটের দিদার হোসেন।
চিওড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের
দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহবায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে ও
সদস্য সচিব কাজী রকিবুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ¦ জাকারিয়া, বর্তমান আহবায়ক জামাল
উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, চিওড়া ইউনিয়ন
যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।