কুমিল্লার
ময়নামতি এলাকার সাকুরা ষ্টীল মিলস্ নামের একটি কারখানায় শুক্রবার রাতে
দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় কমপক্ষে কোটি টাকার মালামাল লুট
হয়।পুলিশ, কারখানাসহ একাধিক সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি
ইউনিয়নের কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কাটাজাঙ্গাল সংলগ্ন এলাকায়
সাকুরা ষ্টীল মিলস্ নামের একটি রড ফ্যাক্টরীতে ২ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭
টায় সীমানা প্রাচীর টপকে একদল ডাকাত প্রবেশ করে দু’জন কর্তব্যরত দারোয়ানকে
চোঁখমুখ বেঁধে ফেলে। পরে তাদের থেকে চাবি নিয়ে মিলের অভ্যন্তরে প্রবেশ
করে সেখানে থাকা ১৩/১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মী করে
কারখানার মসজিদের ভিতর নিয়ে হাত-মুখ বেঁধে রাখে। এরপর বিপুল পরিমাণ তামা ও
পিতলের তারের মোটা ক্যাবল, বিভিন্ন ভারী যন্ত্রাংশ, ৭০ থেকে ৮০ টি ভারী
বৈদ্যুতিক মোটর লুট করে ট্রাকযোগে পালিয়ে যায়। মিলের ম্যানেজার আব্দুল
মুকিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে মিলটি বন্ধ রয়েছে। সংস্কার
শেষে নতুন করে চালু করতে মিলটিতে কাজ করছিল কর্মকর্তা-কর্মচারীরা।
এঅবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে গতকাল ভোর রাত পর্যন্ত ডাকাতির
ঘটনা ঘটে।
মিলস্ সংলগ্ন বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির আইসি শহীদুল্লাহ
প্রধান জানান, শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত যেকোন সময় মিলে
১৫/২০ জনের ডাকাত দল প্রবেশ করে মালামাল লুটে নেয়। ডাকাতি হওয়া মালামালের
পরিমান এখনো নিরুপন করা সম্ভব হয়নি। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আজিজুল হক জানান,ওসি তদন্তকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে স্থানীয়
একটি সূত্র জানায়, পিবিআই ও ঘটনাস্থল পরদর্শন করেছে।