মোঃ হুমায়ুন কবির মানিকঃ
কুমিল্লার
মনোহরগঞ্জে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দু’জনকে নগদ ৩লক্ষ
টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি
ভেকু ও ৪ টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে
মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
নাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাথেরপেটুয়া একজনকে ও মনোহরগঞ্জ
এলাকায় কামাল হোসেনকে এ জরিমানা করেন।
তিনি বলেন, মনোহরগঞ্জ উপজেলার
বিভিন্ন স্থানে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়ার পর আমরা
নাথের পেটুয়া এলাকায় মামুন চৌধুরী ও মনোহরগঞ্জ এলাকায় কামাল হোসেনকে
ঘটনাস্থলে গিলে আটক করি। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর
বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫(১) ধারার বিধান মোতাবেক ফসলী জমি থেকে
মাটি কাটার অভিযোগে নগদ ৩লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সঙ্গে মাটি কাটার ভেকু ও ৪টি ট্রাক্টর জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।