কুমিল্লার
চান্দিনায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু-মাটি উত্তোলনের দায়ে ৭টি
ড্রেজার মেশিন জব্দ ও ২০ হাজার ফিট পাইপ নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
ফয়সাল আল নুর।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও বালু উত্তোলনে
জড়িত কিছু কুচক্রি ব্যক্তি উপজেলার গল্লাই ইউনিয়নের ঘোরগার বিলের বিভিন্ন
এলাকায় কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু-মাটি উত্তোলন ও পরিবহন করে
ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে আসছিল। এমন একাধিক সংবাদের ভিত্তিতে অভিযান
চালানো হয়। তবে প্রশাসনের খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যাওয়ায়
কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বালু উত্তোলনে জড়িত কাউকে না পেয়ে
এসময় ৭টি ড্রেজার মেশিন জব্দ করে ২০ হাজার ফিট পাইপ নষ্ট করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ
আদালত অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চান্দিনা থানা পুলিশ ও উপজেলা
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন
জুলাই গণঅভ্যুত্থান সেল ছাত্র প্রতিনিধি ও চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলন আহ্বায়ক আবুল কাশেম অভি ও ছাত্র প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।
উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন- ফসলি জমি থেকে অবৈধভাবে বালু
করায় বালু উত্তোলন বন্ধে এসব ড্রেজার ও পাইপ নষ্ট ও ৭টি ড্রেজাম মেশিন জব্দ
করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।