নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার কোটবাড়ি এলাকায় সবুজে ঘেরা নিজস্ব সুবিশাল
ক্যাম্পাসে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে
স্পোর্টস উইক ২০২৫। গত ২৭ এপ্রিল রবিবার শুর হওয়া স্পোর্টস উইক অত্যন্ত
সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। স্পোর্টস উইকে শিক্ষার্থীদের প্রাণবন্ত
অংশগ্রহণ ও উপস্থিতি পুরো ক্যাম্পাসে নেমে আসে আনন্দ আর উচ্ছাস।
বুধবার
দুপুরে স্পোর্টস উইকের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্ট্রিজের
চেয়ারম্যান ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী।
বিশ্বাবদ্যালয়ের পরিচালক
(প্রশাসন) ইফতেখারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান
অধ্যাপক মো: জামাল নাছের, স্পোর্টস উইক আয়োজক কমিটির আহবায়ক লিবারেল আর্টস
অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী, আই.কিউ.এ.সি-এর পরিচালক ইংরেজী বিভাগের
অ্যধাপক মো: মনিরুজ্জামান, প্রক্টর খায়রুল আনোয়ার রবিন সহ বিভিন্ন বিভাগের
চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তাগণ।
ক্রিকেট, ভলিবল, সাইক্লিং, হাই জাম্প ও
লং জাম্প, মার্বেল রেস, চেস, ক্যারাম এবং লুডো সহ মোট আটটি ইভেন্টে
প্রতিযোগিতা করেন শিক্ষার্থীরা।