বৃহস্পতিবার ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২
মডার্ন প্রাইমারি স্কুল অ্যালামনাইয়ের ঈদ পুনর্মিলনী
আবু সুফিয়ান
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২:৪১ এএম |


পুরুষরা লাল উত্তরীয় গলায় আর নারীরা ফুলের টায়রা মাথায় লাগিয়ে ঘুরছেন আড্ডা দিচ্ছেন। নিজেদের হারিয়ে যাওয়া দিনের স্মৃতিচারণ করছেন। দই,চিড়া,বাতাসা,কাঁচা আমের জুসসহ নানা আয়োজনের পসরা সাজানো হয়েছেন। ছবি তুলতে গিয়ে শিশুদের মতো ধাক্কাধাক্কি শুরু করেন তারা ইচ্ছে করেই! কেউ ঘাসে বসে পড়ছেন।
কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুল অ্যালামনাইয়ের বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই দৃশ্য চোখে পড়ে। শনিবার (২৬ এপ্রিল) এ বর্ণিল আয়োজন করা হয়।
কুমিল্লা মডার্ন স্কুল অ্যালামনাইয়ের অর্থ সম্পাদক ৭৫ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলাম মজুমদার বলেন,এখানে এসে মনে হচ্ছে তিনি ক্লাস থ্রি ফোরের ছাত্র। বন্ধুদের সাথে দেখা হয়ে তার অনেক ভালো লাগছে। তারা পুনর্মিলনীর সাথে দরিদ্র মেধাবীদের সহযোগিতাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।
কমিটির সহ-সভাপতি দিলনাশি মোহসেন বলেন, তিনি ৬৮ব্যাচের শিক্ষার্থী। তার মেয়েও এই স্কুলের ছাত্রী। এখানে এসে দিনি অতীতে ফিরে গেছেন। তাদের সময়ে স্কুলে একদিন পায়েস ও একদিন খিচুড়ি দিতো। তিনি খিচুড়ি পছন্দ করতেন। তাই ড্রাইনিংয়ে গিয়ে একটু বেশি নিতে চাইতেন!
কমিটির উপদেষ্টা ৬২ব্যাচের জামিল আহমেদ খন্দকার,৬৭ব্যাচের শাহ মোহাম্মদ সেলিম,কুমিল্লা অঞ্চলের সমন্বয়কারী ৬৭ব্যাচের মোবারক হোসেন সেলিম, ঢাকা অঞ্চলের সমন্বয়কারী ৭২ব্যাচের কাজী ফখরুল আলম বলেন,স্কুলটি ১৯৬২সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশের সেরা স্কুলের মধ্যে একটি। ১৯৬২সাল থেকে ১৯৯২পর্যন্ত আমরা ১০বছর আগে অ্যালামনাই এসোসিয়েশন গঠন করি। এই অনুষ্ঠানে কুমিল্লা জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে বন্ধুরা এসেছেন। সবাই আনন্দে সময় কাটিয়েছেন।
কমিটির সভাপতি ৬৪ ব্যাচের শিক্ষার্থী কাজী মমতাজ হক ও সাধারণ সম্পাদক ৭০ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর কবির আপেল বলেন,এখানে এসে বিভিন্ন ব্যাচের বন্ধুরা স্কুল পালানো, স্কুল পালিয়ে সিনেমা দেখাসহ নানা স্মৃতিচারণ করেন। আমরা সবার সহযোগিতা নিয়ে অনুষ্ঠান করেছি। ভবিষ্যতে আমরা বিভিন্ন সামজিক উদ্যোগও গ্রহণ করবো।













সর্বশেষ সংবাদ
হাজী ইয়াছিন এমপি হলে ইনশাআল্লাহ মন্ত্রী হবেন - অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
কুমিল্লা শ্রম আদালতে রায়ের অপেক্ষায় ১৫২ মামলা
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা
লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আনন্দঘন পরিবেশে সিসিএন বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস উইক ২০২৫ সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বকশিস নিয়ে সহকর্মীকে হত্যা,আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড
বুড়িচংয়ে আ.লীগের নেতা ও ইউপি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার
ছাত্রসেনার নেতাকে অপবাদ দিয়ে নির্যাতনের পর কারাগারে মৃত্যু ! কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা
কুমিল্লায় রোবো উৎপাদনে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২