বৃহস্পতিবার ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২
দাউদকান্দির সাবেক চেয়ারম্যানের ব্যাংক হিসাব অবরুদ্ধ
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ২৩.০৪.২০২৫ ২:১৩ এএম |



 দাউদকান্দির সাবেক চেয়ারম্যানের ব্যাংক  হিসাব অবরুদ্ধনিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলীর নয়টি ব্যাংক হিসাব, তিনটি কোম্পানির ৩১ হাজার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তার নামে থাকা একটি প্লটসহ ১৫২ শতাংশ জমি ক্রোক করা হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব সোমবার এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এদিন ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ এবং জমি ক্রোক করার আবেদন করেন।
আবেদনে বলা হয়, মোহাম্মদ আলী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ‘নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকা মূল্যের সম্পদের’ মালিক হন।
তার নামে এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ‘জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ’ ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা এবং ১০ হাজার ৩২৮ মার্কিন ডলারের ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়ায় মামলা হওয়ার কথাও দুদক বলেছে।
আবেদনে বলা হয়, “মোহাম্মদ আলী কর্তৃক অর্জিত সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে প্রাপ্ত তার নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।”


















সর্বশেষ সংবাদ
হাজী ইয়াছিন এমপি হলে ইনশাআল্লাহ মন্ত্রী হবেন - অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
কুমিল্লা শ্রম আদালতে রায়ের অপেক্ষায় ১৫২ মামলা
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা
লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আনন্দঘন পরিবেশে সিসিএন বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস উইক ২০২৫ সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বকশিস নিয়ে সহকর্মীকে হত্যা,আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড
বুড়িচংয়ে আ.লীগের নেতা ও ইউপি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার
ছাত্রসেনার নেতাকে অপবাদ দিয়ে নির্যাতনের পর কারাগারে মৃত্যু ! কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা
কুমিল্লায় রোবো উৎপাদনে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২