বৃহস্পতিবার ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২
অন্যায় করলে মানুষ আমাদেরও ছুড়ে ফেলবে: মির্জা ফখরুল
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১২:২৫ এএম আপডেট: ৩০.০৪.২০২৫ ১:২৫ এএম |

অন্যায় করলে মানুষ আমাদেরও ছুড়ে ফেলবে: মির্জা ফখরুল
কেউ অন্যায় করবেন না, নয়ত আওয়ামী লীগের মত মানুষ আমাদেরও ছুড়ে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, “কেউ যেন আওয়ামী লীগের মত অন্যায় না করে, অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না। মানুষ ভালোবাসবে না, মানুষ আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে ফেলে দিছে, সেভাবে আপনাদেরও ছুড়ে ফেলে দিবে।”
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
নেতাদের অনুরোধ করে মির্জা ফখরুল বলেন, “নিজেরা অত্যন্ত শক্তিশালী হয়ে সব অপকর্ম বন্ধ করার চেষ্টা করবেন। জেলার নেতাদের বলবেন, না হলে সরাসরি পুলিশে তুলে দিবেন। যাতে কেউ মানুষের ওপর অন্যায়, অত্যাচার করতে না পারে।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “কেউ কেউ বোঝানোর চেষ্টা করে শেখ হাসিনা নাকি আবার ফিরে আসবে। এ নিয়ে আমাদের কিছু করতে হবে না, ওর (শেখ হাসিনা) ব্যবস্থা মানুষই নিয়ে নেবে।
“সাধারণ মানুষই তার (শেখ হাসিনা) ব্যবস্থা নেবে। কারণ তিনি যে অন্যায়-অত্যাচার, নির্যাতন করেছেন, তাকে আর কোনোদিন এদেশে এসে রাজনীতি করতে হবে না। আর যদি করতেও চায় জনগণ তাকে রাজনীতিতে গ্রহণ করবে না।
“আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিৎ, ওই (শেখ হাসিনা) ডাইনির হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। একজন ভয়াবহ মনস্তাত্ত্বিক ডাইনি, যে আমাদের দেশকে ছিন্নভিন্ন করেছে, তার হাত থেকে রক্ষা পেয়েছি।”
বিএনপির লক্ষ্য একটাই সুখী সমৃদ্ধি বাংলাদেশ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “আমরা বিভাজন দেখতে চাই না, আমরা ভালোবাসার একটা বাংলাদেশ দেখতে চাই। প্রতিশোধ চাই না, প্রতিহিংসা চাই না, আমাদের সঙ্গে যে অন্যায়-অত্যাচার হয়েছে তার জন্য আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না।
“ভালোবাসা ও সকলের সঙ্গে সুসম্পর্ক দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে শান্তির বাংলাদেশ তৈরি করাই বিএনপির লক্ষ্য।”
হিন্দুদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আমার এতটুকু নিশ্চয়তা দিতে পারি, বিএনপি সরকারের আমলে আপনারা সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আর ফেইসবুক ইউটিউবে অসংখ্য মিথ্যা কথা আসে, এমন এমন কথা আসে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এগুলোতে বিভ্রান্ত হবেন না।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সভাগুলোতে মানুষের মুখ দেখলে বুঝতে পারবেন, সবাই পরিবর্তন চায়। ভোট দিয়ে সরকার গঠন করতে চায়। আর মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল, নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সরকার গঠন করতে চায়। দলটা আপনাদের, ধানের শীষ আপনাদের, এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন বক্তব্য দেন।














সর্বশেষ সংবাদ
হাজী ইয়াছিন এমপি হলে ইনশাআল্লাহ মন্ত্রী হবেন - অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
কুমিল্লা শ্রম আদালতে রায়ের অপেক্ষায় ১৫২ মামলা
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা
লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আনন্দঘন পরিবেশে সিসিএন বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস উইক ২০২৫ সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বকশিস নিয়ে সহকর্মীকে হত্যা,আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড
বুড়িচংয়ে আ.লীগের নেতা ও ইউপি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা
ছাত্রসেনার নেতাকে অপবাদ দিয়ে নির্যাতনের পর কারাগারে মৃত্যু ! কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লায় রোবো উৎপাদনে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২