শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:১৪ এএম |


  আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল  মতিনের জানাজায় মুসল্লিদের ঢল স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, কুমিল্লা মহানগর শাখার সভাপতি ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিনের প্রথম জানাজা শুক্রবার সকাল সোয়া দশটায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পর ভবনের দ্বিতীয়-তৃতীয় তলার বিশাল বারান্দায় দাঁড়িয়ে মুসল্লিরা অংশ নেন। 
রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী জানাজায় ইমামতি করেন। প্রথম জানাজার পর প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের লাশ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার মধুপুর নিজ গ্রামে। সেখানে বেলা তিনটায় স্থানীয় হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 
এদিকে শুক্রবার সকাল ৯ টায় প্রিন্সিপাল আব্দুল মতিনের লাশ তাঁর প্রিয় কর্মস্থল চকবাজার ইসলামিয়া আলিয়া মাদরাসায় আনা হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিংবডির সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন। 
জানাজা শুরুর আগে মুফতি আব্দুল মতিনের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে বক্তব্য রাখেন- প্রফেসর ড. আব্দুল অদুদ, অধ্যক্ষ আল্লামা হোসাইন আহমদ ভূইয়া, আল্লামা আনম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ, অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মনির হোসাইন, অধ্যক্ষ আলি আকবর ফারুকি, অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলালী, শায়খুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক, মাওলানা আবু সুফিয়ান আল ক্বাদেরী, শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারী, মাদরাসা গভর্নিংবডির সদস্য আবুল কাশেম ও বিএনপি নেতা ইউসুফ মোল্লা টিপু প্রমুখ। 
বক্তারা বলেন, প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আব্দুল মতিন ছিলেন দ্বীনি শিক্ষা বিস্তারের একজন অন্যতম খেদমতকারী। ইসলামী শিক্ষা ও সুন্নিয়াতের আদর্শ প্রচারে এবং ইসলামী আলোচনায় সমাজ সংস্কারের ওপর খুব বেশি গুরুত্ব দিতেন। তিনি সমাজে ইসলামের সঠিক জ্ঞান ও শিক্ষা ছড়িয়ে দিতে মাদসারগুলোর গুরুত্ব তুলে ধরতেন। মাদরাসা শিক্ষার উন্নয়নে তিনি বাংলাদেশ জমিয়াতুল মোদার্ছীনের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। মুফতি মোহাম্মদ আব্দুল মতিন আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি উন্নত সমাজ গড়ার স্বপ্ন দেখতেন। দ্বীনি শিক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 
মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন এবং সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বির আহমদ মোমতাজী সহ সংগঠনের কেন্দ্রীয় এবং কুমিল্লা জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রিন্সিপাল আব্দুল মতিন (৫৮) ঢাকায় আনোয়ার খান মর্ডান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে আটটায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
















সর্বশেষ সংবাদ
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
সরকার এনসিপি’কে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মূল্যায়ন করছে
সন্তানের ব্যাগ কাঁধে বাবাদের অপেক্ষা
জব্বারের বলী খেলায় এবারও ‘বাঘা শরীফের’ বাজিমাত
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জব্বারের বলীখেলায় ফের চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
গ্রেপ্তারের ২ মাস পর বরখাস্ত হলেন কুমিল্লার সাবেক এএসপি তানভীর
স্বামীই বালিশ চাপায় হত্যা করে স্ত্রীকে!
মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২