মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:৪৪ পিএম |

স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরায় দুটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে থাকা চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

আদালত জানায়, এসব ব্যাংক হিসাবের মধ্যে মোট ৩৯ লক্ষ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে। 

এর আগে দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছার বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগদখলে রেখেছেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে একটি মামলা করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে, অভিযুক্তরা তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার প্রয়োজনীয়তা রয়েছে।’

তিনি জানান, আদালতের আদেশে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের আগে অবরুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যেন তদন্তে কোনো ক্ষতি না হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও শোক বইয়ে স্বাক্ষর
কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
কুমিল্লার সবক’টি আসনেই বিএনপি জিতবে: সুমন
মনোনয়নপত্র দাখিল ইয়াছিনের প্রতীক চেয়েছেন হাঁস
বিএনপি থেকে পিতা-পুত্রের মনোনয়ন দাখিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ক্ষমতার মোহে বীরত্বের জলাঞ্জলি দিলেন কর্ণেল অলি আহমেদ
কুমিল্লায় ১৩৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
মনোনয়ন জমা দিবেন হাজী ইয়াছিন
হার কাঁপানো শীতে কাঁপছে কুমিল্লা
কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২