রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার দেবীদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়ির ১২তম
বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামীকাল। প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে
দীন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.) এবং মাওলানা মুহাম্মদ রুহুল আমিন
হাশেমী (রহ.)-এর স্মরণে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্যোগে
আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুমা থেকে ১২তম বার্ষিক ওয়াজ ও
দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বেতুয়া গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
আলহাজ্ব
হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে
এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা মুহাম্মদ
ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন
বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর
সুযোগ্য সাহেবজাদা আলহাজ্ব শামীম সাঈদী। এতে সহ-সভাপতি হিসেবে থাকবেন ধামতী
দরবারের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দীন আহমেদ এবং ঢাকার ইবনে
সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূরুল্লাহ।
মাহফিলে
বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রধান
মুহাদ্দিস মাওলানা মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার, চাঁদপুরের হাজিগঞ্জ
আহমাদিয়া দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর
আশরাফী, জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ্
বিষয়ক সম্পাদক মাওলানা মুহাদ্দিস মাহবুবুর রহমান আশরাফী, হবিগঞ্জ মদীনাতুল
উলুম আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ক্বারী শুয়াইব
আহমদ আশরাফী, মাওলানা মুফতি আমীমুল ইহসান, মাওলানা এ কে এম মুহিব্বুল্লাহ
হাশেমী পীর সাহেব, মাওলানা মুফতি আবু ইউসুফ প্রমূখ। এছাড়াও দেশবরেণ্য
পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য,
প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.) উপমহাদেশের
অন্যতম আধ্যাত্মিক রাহবার ফুরফুরা শরিফের পীর মুজাদ্দিদে জামান আবু বকর
সিদ্দিকী আল-কুরাইশী (রহ.)-এর অন্যতম খলিফা কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী
ধামতী দরবারের পীরে কামেল মাওলানা আজিম উদ্দীন আহমদ (রহ.)-এর সান্নিধ্য লাভ
করেন। তাঁর কাছ থেকে খেলাফতও লাভ করেন।
তিনি ২০১৪ সালের ০২ ফেব্রুয়ারি
দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ে এসএসসি
পরীক্ষার্থীদের বার্ষিক দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেখানে মুনাজাতরত অবস্থায় তিনি মৃত্যুকোলে ঢলে পড়েন।
প্রখ্যাত এ
মুফাসসিরে কুরআন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.) কেবল একজন জনপ্রিয়
ইসলামি আলোচকই ছিলেন না, বরং দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিতর্কের
উর্ধ্বে সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম হিসেবে পরিচিত ছিলেন। গতানুগতিক
আলোচকদের নানা মত-পথের উর্ধ্বে থেকে অগাধ ধর্মীয় জ্ঞানের অধিকারী এ
মুফাসসিরে কুরআন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.) বিভিন্ন ওয়াজ মাহফিলে
তাঁর অশ্রুসিক্ত ও অন্তরে স্পর্শকরা বয়ানে ধর্মপ্রাণ মুসলমানদের নিকট
প্রখ্যাত আলেম হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর স্মরণে প্রতিবছরই তাঁর নিজ
বাড়িতে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।