বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১
বেতুয়া হুজুরের বাড়ির বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামীকাল
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪২ এএম আপডেট: ২০.০২.২০২৫ ১:৩৩ এএম |


  বেতুয়া হুজুরের বাড়ির বার্ষিক ওয়াজ  ও দোয়ার মাহফিল আগামীকালরণবীর ঘোষ কিংকর: কুমিল্লার দেবীদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়ির ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামীকাল। প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.) এবং মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাশেমী (রহ.)-এর স্মরণে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্যোগে আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুমা থেকে ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। 
মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বেতুয়া গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। 
আলহাজ্ব হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা আলহাজ্ব শামীম সাঈদী। এতে সহ-সভাপতি হিসেবে থাকবেন ধামতী দরবারের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দীন আহমেদ এবং ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূরুল্লাহ।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার, চাঁদপুরের হাজিগঞ্জ আহমাদিয়া দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী, জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা মুহাদ্দিস মাহবুবুর রহমান আশরাফী, হবিগঞ্জ মদীনাতুল উলুম আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ক্বারী শুয়াইব আহমদ আশরাফী, মাওলানা মুফতি আমীমুল ইহসান, মাওলানা এ কে এম মুহিব্বুল্লাহ হাশেমী পীর সাহেব, মাওলানা মুফতি আবু ইউসুফ প্রমূখ। এছাড়াও দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.) উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক রাহবার ফুরফুরা শরিফের পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল-কুরাইশী (রহ.)-এর অন্যতম খলিফা কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী ধামতী দরবারের পীরে কামেল মাওলানা আজিম উদ্দীন আহমদ (রহ.)-এর সান্নিধ্য লাভ করেন। তাঁর কাছ থেকে খেলাফতও লাভ করেন।
তিনি ২০১৪ সালের ০২ ফেব্রুয়ারি দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে মুনাজাতরত অবস্থায় তিনি মৃত্যুকোলে ঢলে পড়েন। 
প্রখ্যাত এ মুফাসসিরে কুরআন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.) কেবল একজন জনপ্রিয় ইসলামি আলোচকই ছিলেন না, বরং দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিতর্কের উর্ধ্বে সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম হিসেবে পরিচিত ছিলেন। গতানুগতিক আলোচকদের নানা মত-পথের উর্ধ্বে থেকে অগাধ ধর্মীয় জ্ঞানের অধিকারী এ মুফাসসিরে কুরআন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.) বিভিন্ন ওয়াজ মাহফিলে তাঁর অশ্রুসিক্ত ও অন্তরে স্পর্শকরা বয়ানে ধর্মপ্রাণ মুসলমানদের নিকট প্রখ্যাত আলেম হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর স্মরণে প্রতিবছরই তাঁর নিজ বাড়িতে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।















সর্বশেষ সংবাদ
চান্দিনায় এনজিও'র পুরুষ কর্মীকে আটকে রেখে নারী কর্মীকে যৌন নির্যাতন
জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন-ডা. তাহের
দাউদকান্দিতে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ধর্ষণের ঘটনা ফেসবুকে শেয়ার করায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
মেঘনার বাজার গুলোতে মুরগী ড্রেসিংয়ে অতিরিক্ত চার্জ, ভোক্তাদের অভিযোগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবরেজিস্ট্রি অফিসে চলছে তদন্ত
অর্থ আত্মসাৎ মামলায় কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
লাকসামে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-৫
কুমিল্লা মানবিক টিম এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২