নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতি রেলস্টেশনের ট্রেনে কাটা পড়ে এক
নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গুণবতী রেলওয়ে স্টেশন আউটারে
চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই নারী।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ৪৫ থেকে ৫০
হবে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানান, দুপুরে গুনবতি
রেলস্টেশনের আউটারে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী
এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীন।