নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে
কুমিল্লা সদর উপজেলার কালি বাজার এলাকায় থেকে মোঃ সুমন (৩৫) নামে ওই মাদক
ব্যসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন সদর উপজেলার শুভপুর এলাকার আবদুল
জলিলের পুত্র।
পুলিশ জানায়, ৯ জুন রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই
উক্যমং রাখাইন সঙ্গীয় ফোর্স নিয়ে কালির বাজার এলাকার বাইতুন সালাম ইসলামীয়া
হাফিজিয়া মাদ্রাসার সামনে অভিযান চালায়। এসময় তিনটি বস্তার ভিতরে থাকা মোট
৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যসায়ী সুমনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।