কুবি
প্রতিনিধি: দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামীকাল ১০ মে
(শুক্রবার ) অনুষ্ঠিত হবে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে
অংশগ্রহণ করবে ৩ হাজার ২১৩ জন।
ইতোমধ্যে পরীক্ষা নেওয়ার সবধরনের
প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার
আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ
আহসান উল্লাহ ।
তিনি আরও জানান, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার
কমিটির দায়িত্বে যারা রয়েছে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্ব
সম্পন্ন করেছেন।
সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পাওয়া যায়নি।
উল্লেখ্য,
গুচ্ছ ভর্তি ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ‘বি’
ইউনিটের পরীক্ষা ৩ মে অনুষ্ঠিত হয়েছ। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা
পর্যন্ত অনুষ্ঠিত হবে।