জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত
মামলায় জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্ত হয়েছেন। বুধবার (৮
মে) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
তার
মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র জেল সুপার
আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, দ্বীন ইসলাম হাইকোর্ট থেকে জামিন
পেয়েছেন। জামিনের কাগজপত্র আমাদের কাছে এসে পৌঁছার পর বুধবার সন্ধ্যা ৬টার
দিকে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
গত ১৫
মার্চ রাতে কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাকার ভাড়া বাসায় সিলিং ফ্যানের
সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
ফাইরুজ অবন্তিকা। আত্মহত্যার আগে তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে
মৃত্যুর জন্য জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে
দায়ী করেন। ঘটনার পরদিন অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লার
কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ডিএমপি এ মামলায় ওই দুই জনকে গ্রেফতার করে
১৭ মার্চ কুমিল্লা পুলিশে হস্তান্তর করে। পরদিন এ মামলায় সহকারী প্রক্টর
দ্বীন ইসলামের একদিন ও সহপাঠী আম্মানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে
আদালত। রিমান্ড শেষে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এরপর কুমিল্লার
আদালতে কয়েক দফা জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। অবশেষে
হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারামুক্ত হলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।
উল্লেখ্য,
কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে
অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের
শিক্ষার্থী ছিলেন।