বুড়িচংয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ
Published : Saturday, 11 December, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ করা হয়েছে। গত ৯ ডিসেম্বর বেলা ১১ টার দিকে উপজেলার ষোলনল ইউনিয়নের নানুয়ার বাজার মাদ্রাসার গেইটের সামনে থেকে তাকে অপহরণ করা হয় বলে থানায় অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের মা মোসা. কুলছুম আক্তার। বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুর দক্ষিণপাড়া মৃত: আ: মান্নানের ছেলে মো. রুমানকে (২২) অভিযুক্ত করে গতকাল ১০ ডিসেম্বর রাতে বুড়িচং থানায় অভিযোগটি দায়ের করেন তিনি। অপহৃত হওয়া ছাত্রীটি নানুয়ার বাজার মাদ্রাসায় পড়াশোনা করে।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়- গত ৯ ডিসেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় মাদ্রাসার সামনে থেকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। অভিযুক্ত রুমান বিভিন্ন সময় মেয়েটিকে উত্ত্যক্ত করতো বলে অভিযোগে উল্লেখ করা হয়।