ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের কাছে ফেরত দেয়ার দাবি এমপি বাহারের
Published : Thursday, 9 December, 2021 at 12:00 AM, Update: 09.12.2021 1:13:06 AM
মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের কাছে ফেরত দেয়ার দাবি এমপি বাহারেরনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের কাছে ফেরত দেয়ার দাবি জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার। কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদের দ্রুত নির্বাচন দাবি করে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব মুক্তিযোদ্ধাদের কাছে ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানাচ্ছি।
গতকাল কুমিল্লা টাউন হল মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আঞ্চলিক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি বাহার
এমপি বাহার বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা বাংলাদেশ নিয়ে আশাবাদী। স্বাধীনতার যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিদ্ধস্ত দেশের দায়িত্ব নিয়েছিলেন। ৩ বছরের মধ্যেই তিনি বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশে রূপ দেন। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে যে আবারো কালো ছায়া নেমে আসে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার এই দেশের দায়িত্ব নেবার পর বাংলাদেশ যে জায়গায় এগিয়েছে তা সারাবিশ্বে প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা পৃথিবীর ২৩ টি দেশের মধ্যে একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধারাসহ সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।  
এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি তার যুদ্ধদিনের স্মৃতি স্মরণ করে নবীনগর বাঞ্ছারামপুর এলাকায় তার সম্মুখ যুদ্ধের বর্ননা দেন। তিনি স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে বলেন, সেসব ইতিহাস এই প্রজন্মের কাছে তুলে ধরে তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।  
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা-০৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. প্রাণ গোপাল দত্ত, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান পাখি। সমাবেশে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ৮ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।