ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গানে গানে কুমিল্লা মাতালো চিরকুট
রহিমা মিতু
Published : Thursday, 9 December, 2021 at 1:39 PM
গানে গানে কুমিল্লা মাতালো চিরকুট মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বিজয় পথে পথে’ শিরোনামে বুধবার কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণীর মানুষের সমন্বয়ে আঞ্চলিক মহাসমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য এ সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট।
রাত সাড়ে ৮ টায় কুমিল্লা টাউন হল অডিটোরিয়াম মঞ্চে ওঠে চিরকুট ব্যান্ড। জাতীয় সংগীত, ধন দিয়ে পরিবেশনা শুরু করে তারা।চিরকুটের গানের সুরে আনন্দে মাতোয়ারা ছিল অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রেণীর দর্শক। সাংস্কৃতিক অনুষ্ঠান এর মূল পর্ব টাউন হল অডিটোরিয়ামে হলেও টাউন হল মাঠে বড় পর্দায় অনুষ্ঠান উপভোগ করার আয়োজন করা হয়েছে। রাত হলেও মঞ্চের সামনে দর্শক ছিল চোখে পড়ার মতো।চিরকুটের গান উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে সহস্র মানুষ ছুটে এসেছে।
 একের পর এক মন মাতানো গানে ও মাঠ কাাঁপানো বাদ্যযন্ত্রের তালে তালে মাতিয়েছে আনন্দের ভেলায়। গেয়েছে, নেচেছে এবং নাচিয়েছে সবাইকে।

মঞ্চে জাদুর শহর,মরে যাবো, আহারে জীবন, আমি খাজনা দেবো না,বন্ধু তুই,কানামাছি,দুনিয়া থেকে শুরু করে বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে তারা। এসময় দর্শকের হাত তালি ও নাচানাচিতে আনন্দে মেতে ওঠে পুরো মঞ্চ।
এর আগে ঢাকা থেকে আগত শিল্পীরা তাদের মনোজ্ঞ গান পরিবেশনা করেন।