ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১১-১৪ ডিসেম্বর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
কুমিল্লায় ১০ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
Published : Friday, 10 December, 2021 at 12:00 AM, Update: 10.12.2021 12:33:51 AM
কুমিল্লায় ১০ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুলনিজস্ব প্রতিবেদক: আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর ৪ দিন ব্যাপি কুমিল্লায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনে কুমিল্লার ১০ লক্ষাধিখ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষ্যে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। তিনি জানান, জেলায় সর্বমোট ৪ হাজার ৭ শত ৬৩টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। সাড়ে ৯ হাজার মাঠকর্মীরা প্রতিকেন্দ্রে ২ জন করে নিয়োজিত থাকবেন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল দেয়া হবে। কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫৬ টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে।  
সভায় জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ২৪ হাজার শিশুদের নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৭৬ হাজার ৫ শ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
অন্যদিকে শুধু কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জনকে শিশুদের নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিকে সভায় জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আরো জানান, ৮ ডিসেম্বর ২০২১ পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসের টিকার জন্য সুরক্ষা এ্যাপ্সের মাধ্যমে ২৪ লাখ ৯৪ হাজার ৪৯৪ জন মানুষ নিবন্ধিত হয়েছেন। জেলার ৩৮ দশমিক ৪ শতাংশ মানুষ নিবন্ধনের আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজের আওতায় এসেছেন ২১ লাখ ৯৪ হাজার ৫৯৪ জন। ৩৪ শতাংশ মানুষ প্রথম ডোজ টিকা পেয়েছে। দ্বিতীয় ডোজের নিয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩৬২ জন। অর্থাৎ দ্বিতীয় ডোজ পেয়েছেন ২১ দশমিক ৮ শতাংশ মানুষ।