ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ইউপি নির্বাচন
আচরণবিধি লঙ্ঘনে ৪ প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা
Published : Saturday, 11 December, 2021 at 12:00 AM, Update: 11.12.2021 12:30:07 AM
আচরণবিধি লঙ্ঘনে ৪ প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানাইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লংঘনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এসময় সাহেবাবাদ ইউনিয়নে অটোরিক্সা মার্কার চেয়ারম্যান প্রার্থী ইয়ার খান ভুইয়াকে ৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় একের অধিক মাইক ব্যবহার করায় ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। একই অপরাধে সাহেবাবাদ ইউনিয়নের চশমা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান খানকে ৫ হাজার টাকা, সাহেবাবাদ ইউনিয়নের ঘোড়া মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও মালাপড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোরগ মার্কার সদস্য প্রার্থী মোঃ শাহ আলমকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলো।