ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯ টুর্নামেন্ট শুরু
তানভীর দিপু
Published : Thursday, 9 December, 2021 at 3:57 PM
কুমিল্লায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯  টুর্নামেন্ট শুরুকুমিল্লায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯  টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, জেলা পুলিশ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যৌথ আয়োজনে কুমিল্লার ১৭ টি উপজেলা থেকে ১৭টি এবং মেয়েদের ৩টিসহ মোট ২০টি দল অংশ গ্রহন করছে। নক আউট পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার বলেছেন, পুলিশ বাহিনী এখন শুধু আইনশৃঙ্খলা রক্ষা বা শান্তিরক্ষায় শুধু কাজ করে না। তারা আজ সমাজ উন্নয়ণে এবং সমাজ বিনির্মানে কাজ করছে। তার প্রমান হলো আইজিপি কাপ কাবাডি খেলার আয়োজন। কুমিল্লায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯  টুর্নামেন্ট শুরু
তিনি আরো বলেন, মানুষের উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে খেলাধুলা। আমরা পাকিস্তান আমলে এই খেলাধুলা থেকে পিছিয়ে ছিলাম। আমাদের বঞ্চিত করা হত। এখন আমরা চাই আমাদের সন্তানেরা খেলাধুলার মধ্য দিয়ে একজন উৎকৃষ্ট মানুষ হিসেবে গড়ে উঠুক। খেলাধুলা মানুষের মননশীলতা বিকাশ করে। কুমিল্লার এই আয়োজন থেকে আমি আশা করছি, এই খেলোয়াররা একদির কুমিল্লার জন্য জাতীয় পুরষ্কার নিয়ে আসবে। কারণ আমি বিশ্বাস করি - কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ।