ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা মুক্ত দিবস উদযাপন
আঞ্চলিক মুক্তিযোদ্ধা সমাবেশ ‘বিজয় পথে পথে’ অনুষ্ঠিত
Published : Thursday, 9 December, 2021 at 12:00 AM, Update: 09.12.2021 1:12:30 AM

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা মুক্ত দিবস উদযাপনতানভীর দিপু: বর্ণাঢ্য আয়োজনে ৮ ডিসেম্বর কুমিল্লা হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। গতকাল বেলা ১২ টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে  টাউন হল মাঠে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুারালে গিয়ে শেষ হয়। সেখানে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান কুমিল্লার আপামর জনতা। কুমিল্লা মুক্ত দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও স্কুল কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানোর পর স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন অংশগ্রহনকারীরা।
এদিকে গতকাল বিকালে ‘সুবর্ণ জয়ের নিশান ওড়ে-বিজয় পথে পথে’ শিরোনামে কুমিল্লায় আঞ্চলিক মুক্তিযোদ্ধা মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুমিল্লা টাউন হল মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া সমাবেশে কুমিল্লা, ফেণী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর থেকে আগত ৫ শতাধিক মুক্তিযোদ্ধাগণ অংশ গ্রহন করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. প্রাণ গোপাল দত্ত, পুলিশ সুপার ফারুক আহমেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা  সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আহমেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি।
পরে ঢাকা থেকে আগত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথি ও  মুক্তিযোদ্ধাগণ।