আফ্রিকান-এশিয়ান
রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ
রূপান্তর (অপযরবারহম ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং: ঋরহধহপরধষ ওহপষঁংরড়হ
ধহফ জঁৎধষ ঞৎধহংভড়ৎসধঃরড়হ) বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার সমাপনী অনুষ্ঠান
অদ্য ১১/১২/২০২৫ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায়
অনুষ্ঠিত হয়েছে। দুই সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালাটিতে
শ্রীলংকা, মিশর, ভারত, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান,
মালয়েশিয়া, ইসওয়াতিনি, কেনিয়া, মৌরিশাস এবং বাংলাদেশসহ ১৪টি দেশের ২১ জন
উচ্চ ও মধ্যম পর্যায়ের সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালাটির
উদ্দেশ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান এশিয়ান
রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো)-এর সদস্য রাষ্ট্রসমূহের
নীতিনির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক
অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করা।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী
উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় সচিব জনাব মোহাং শওকত রশীদ চৌধুরী। প্রধান
অতিথি তাঁর বক্তব্যে বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অবশ্যই
গ্রামীণ জনগোষ্ঠিকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসতে হবে। গ্রামীণ
জনগোষ্ঠিকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসার কার্যক্রম গ্রহণ করায়
তিনি বার্ড এবং আর্ডো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বার্ড-এর মহাপরিচালক ও
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব সাইফ উদ্দিন আহমেদ
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
আফ্রিকান-এশিয়ান দেশগুলোতে টেকসই উন্নয়নের জন্য বার্ড-আর্ডো যৌথভাবে
প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে
প্রণীত এ্যাকশন প্ল্যান কাজে লাগানো হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন
সহজ হবে। তিনি আর্ডো, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক কর্মশালাটির
কর্মশালা পরিচালকের দায়িত্ব পালন করেছেন বার্ড-এর পরিচালক (প্রশিক্ষণ) জনাব
আবদুল্লাহ আল মামুন। কর্মশালায় সহযোগী ও সহকারী কর্মশালা পরিচালকের
দায়িত্বে ছিলেন যথাক্রমে মিজ আফরীন খান, যুগ্মপরিচালক এবং কাজী ফয়েজ আহমেদ,
সহকারী পরিচালক, বার্ড। কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন মিজ আযমা
মাহমুদা, যুগ্মপরিচালক, বার্ড।
