প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম |
‘স্পন্দন থামলে থেমে যাবে জীবন, হারাতে দেবেন না একটিও স্পন্দন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। কুমিল্লা হার্ট ফাউন্ডেশন ও ইনার হুইল ক্লাবের যৌথ উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা ক্লাবে এসে শেষ হয়।
পরে কুমিল্লা ক্লাবে হৃদরোগ বিশেষজ্ঞদের দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন কুমিল্লা হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, হার্টকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, সহ-সভাপতি মল্লিকা বিশ্বাস, কোষাধ্যক্ষ কমরেড আনোয়ার, ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আফজালুন জহির, নাট্যব্যক্তিত্ব শাহজাহান চৌধুরীসহ অন্যরা।
সংক্ষিপ্ত আলোচনায় ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ বলেন, হৃদরোগ আজ বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণ হলেও তা অনেকাংশেই প্রতিরোধযোগ্য। শুধু প্রতীকী উদযাপন নয়, এই দিবস একটি বৈশ্বিক আন্দোলন, যার উদ্দেশ্য হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ হৃদয় গড়ে তোলা।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “হৃদরোগের ঝুঁকি এড়াতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, কায়িক পরিশ্রম, নিরাপদ খাদ্যাভ্যাস ও সচেতনতা জরুরি।”
প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব হার্ট দিবস। দিবসটির মূল লক্ষ্য মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করা ও হৃদয়ের যত্ন নেওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া।