পাহাড়ের হঠাৎ অশান্তি মানুষকে ভাবিয়ে তুলছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে মাস্টার প্ল্যান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দেশের সম- সাময়িক বিষয় নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ মন্তব্য করেন রিজভী।
তিনি জানান, ভারতের সঙ্গে যুদ্ধের ঘোষণার পেছনে জামায়াতের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। সরকারি সকল গুরুত্বপূর্ণ পর্যায়ে শিবিরের কর্মীদের দায়িত্ব দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।