শুক্রবার ২২ আগস্ট ২০২৫
৭ ভাদ্র ১৪৩২
লালমাইয়ে আনন্দমুখর পরিবেশে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
প্রদীপ মজুমদার
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৫৯ এএম |




কুমিল্লার লালমাইয়ে ধর্মীয় উৎসবের আমেজে আনন্দঘন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মতিথি উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকাল থেকেই মন্দিরে পূজা অর্চনা শুরু হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে দিনের শুরুতেই শ্রীমদ্ভাগবত গীতা পাঠ,শঙ্খধ্বনি ও ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে শুরু হয় পূজার্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা। পরে দুপুর সাড়ে ১২টায় বাগমারা বিশ্বাম্ভর গোস্বামীর আশ্রম থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক সড়ক ও বাগমারা বাজারের সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় বিশ্বাম্ভর মন্দিরের সামনে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। এসময় জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক অমর কৃষ্ণ বণিক মানিক এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো: শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আর ডি রনি ( রাখাল দেবনাথ), হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালমাই উপজেলার সভাপতি জ্যোতিষ সিংহ খোকন,পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলার আহবায়ক চন্দন মজুমদার পুলক, যুগ্ম আহবায়ক রতন দে।
সাংবাদিক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক নারায়ণ চক্রবর্তী। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : আবুল কাশেম। 
বাবু জীবনানন্দ দাশের গীতা পাঠ ও পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুমন রায় চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমাই উপজেলার সাধারণ সম্পাদক মানিক মজুমদার, পূজা উদযাপন পরিষদের বাবুল বণিক, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা হারাধন বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা সুরেশ চন্দ্র সূত্রধর,  হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক রতন আচ্যার্য,বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস, মধু সূদন পাল, দামোদর সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন নাথ ভৌমিক,পূজা উদযাপনের সাবেক সাধারণ সম্পাদক পূলিন ভৌমিক, সুবাস চন্দ্র দাস,শম্ভু রায়, তমাল বণিক, অপূর্ব সমাদ্দার, যুব ঐক্য পরিষদের শ্যামল ভৌমিক, সঞ্জয় দাশ,সুজন ঘোষ, অনিল সূত্রধর, অরুণ দেবনাথ, সাংবাদিক অরুণ পাল,   জাগো হিন্দু পরিষদের লালমাই উপজেলা সভাপতি জনি রায়, সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ, ছাত্র ঐক্যের সভাপতি বাপন সূত্রধর,শুভ,অমিত প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে মনোমুগ্ধকর ধর্মীয় সংগীত পরিবেশন করেন মাটির ময়না ব্যান্ড তারকা বাউল পরিক্ষিৎ বণিক ইমন,অধরা সিংহ,পূজা সূত্রধর।   
নারী-পুরুষ সহ উপজেলার বিভিন্ন এলাকার ভক্তদের এই সমবেত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনাচারের কারণে পৃথিবীতে যখন ভারসাম্য নষ্ট হয়, তখন মহামানবের আবির্ভাব ঘটে। দেশের প্রতিটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার প্রার্থনা করেন ভক্তরা। এদিকে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চান্দিনায় ট্রাক উল্টে পথচারী নিহত
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা
বিএনপি নেতা সেলিম ভূঁইয়া দুর্নীতির মামলায় খালাস
দুই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কীটনাশক দোকানে জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
“আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” এর ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন
চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে দুই হাসপাতাল সিলগালা
সাদাপাথর লুটের ঘটনায় আ.লীগ-বিএনপি-জামায়াত ও এনসিপিসহ ৪২ জনের তালিকা প্রকাশ
কুমিল্লায় শিশু হত্যায় একজনের মৃত্যুদণ্ড, চাচীর যাবজ্জীবন
গুঁড়িয়ে দেয়া হয়েছে বিজরা ও মুদাফ্ফরগঞ্জ বাজারের সাড়ে তিন শতাধিক স্থাপনা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২