প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৬:৩৫ পিএম |
কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহরাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিশ্বতম সাহা বিশু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লায়ন দেলোয়ার হোসেন, এডভোকেট মির্জা সালাউদ্দিন আকবর বাইজিদ, সালে আহমদ স্বপন, ইয়াছিন ফাহাদ। উপজেলা যুবদলের সদস্য রাসেল আহমদ নিলয়, সাইফুল ইসলাম, মো: রুবেল হোসেন, শাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি জিল্লুর রহমান ফারুক তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের দিক-নিদের্শনায় লাকসামে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের কমিটি স্বচ্ছ ও আওয়ামী লীগমুক্ত করার জন্য আমরা বদ্ধপরিকর। এদিকে ওইদিন বিকেলে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের আরো ৩টি ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়।