দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় জুলাই অভ্যুত্থানে ৩০ জন শহীদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই কুমিল্লা সদর দক্ষিণের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে অভ্যুত্থানে শহীদদের স্বজনের সাথে মত বিনিময় করেন এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।এনসিপি সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত চাঁদপুরের আয়োজন এনসিপি নেতৃবৃন্দ কুমিল্লার দিকে অগ্রসর হন। দুপুরের পর তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় হোটেল নুরজাহান এ মধ্যান্য বোর্ড শেষ করে জুলাই আন্দোলনের প্রাণ হারানো কুমিল্লার ৩০ শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সবার শেষে নগরীর টমছমব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু করবেন নেতৃবৃন্দ। পদযাত্রাটি টমছমব্রিজ, পূবালী চত্ত্বর, ঝাউতলা, পুলিশ লাইন হয়ে জেলা পরিষদ/সিটি কর্পোরেশন সড়ক দিয়ে ফৌজদারি, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলী, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্ত্বর হয়ে টাউন হলে গিয়ে জনসভায় মিলিত হবে। সেখানে জনসভা শেষে পদযাত্রাটি পুনরায় শাসনগাছা, আলেখারচর হয়ে ময়নামতি ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করবে।