তানভীর
দিপু: মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয়
প্রকাশ, হতাহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং শিক্ষা
উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন
সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) কুমিল্লা নগরীর পূবালী চত্বর
থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান
ফটকে এসে অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বোর্ডের সামনে
পৌঁছে প্রথমে স্লোগান দিতে থাকেন, পরে এক পর্যায়ে তারা শিক্ষা বোর্ডের মূল
ভবনের গেইটে তালা লাগিয়ে দেন। মিছিলটিতে বিভিন্ন স্কুল ও কলেজের
শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় প্রতিবাদরত শিক্ষার্থীরা হাতে
প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘অবিলম্বে
দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে
নোটিশ কেন?’- এমন নানা শ্লোগানে মুখর ছিল বোর্ড চত্বর।
পরবর্তীতে
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। তাদের দাবিগুলো হলো,
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, শিক্ষা সচিবকে তার দায়িত্ব থেকে সরে যেতে
হবে, মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয়
প্রকাশ, যারাআহত হয়েছেন তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ,
নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, বিমানবাহিনীর ব্যবহৃত
ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান
চালু।
এদিকে, প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১ টায় শিক্ষা বোর্ডের মূল ভবনের
তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে ফটকে তালা থাকায় সেবা নিতে আসা
অভিভাবক ও শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে
চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন,
শিক্ষার্থীরা আমাদেরকে মৌখিকভাবে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা তাদেরকে
আশ্বস্ত করেছি আমরাও উর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।